প্রদেয় সেবা সমূহ:
· পত্রগ্রহণ ও পত্রইস্যু।
· গৃহিত পত্রসমূহের বিষয় মোতাবেক যথাযথ: ব্যবস্থাগ্রহন।
· দরপত্র সিডিউল বিক্রয়, গ্রহণএবং গৃহিতদর পত্রসমূহ বিধিমোতাবেক নির্বাহী প্রকৌশলীর দপ্তরে প্রেরন।
· তথ্যসংগ্রহ, প্রাক্কলন প্রস্তুত করন: এবং প্রকল্প গ্রহনে অবকাঠামো সংক্রান্ত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
· মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মেরামত ও সংস্কার কাযর্ক্রম সমূহের বাস্তবায়ন তদারকি করা।
· মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাস্তবায়িত/ বাস্তবায়নাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মেরামত ও সংস্কার কার্যক্রম সমূহের যাবতীয় তথ্যাদি অত্র দপ্তর থেকে তথ্য প্রদানকারী কর্মকর্তার মাধ্যমে সরবরাহ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস